Home Third Lead ৪০ বছরের ব্যবধানে ডিসেম্বরে ঘূর্ণিঝড়

৪০ বছরের ব্যবধানে ডিসেম্বরে ঘূর্ণিঝড়

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঠিক চার দশক আগে! ১৯৮১ সালের ডিসেম্বরের গোড়ায় বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘থ্রিবি’ হানা দিয়েছিল । ৪০ বছর পর আর এক ঘূর্ণিঝড়, ‘জওয়াদ’।

ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় নিতান্তই বিরল কাণ্ড। একেবারে যে হয়নি তা নয়, তবে তা না হওয়ার মতোই। ৪০ বছর আগে ১৯৮১-র ৫ ডিসেম্বর ৬০ মাইল (প্রায় ৯৬ কিলোমিটার) গতিবেগে ধেয়ে আসা ‘থ্রিবি’ আঘাত হেনেছিল বাংলাদেশেও। স্থলভাগে আছড়ে পড়ার পর এক সময় তার গতিবেগ ঘণ্টায় ৮৫ মাইলের (১৩৬ কিলোমিটার) কাছাকাছি হয়ে গিয়েছিল। সে বার প্রাণ হারিয়েছিলেন প্রায় ২০০ জন। ১৯৮১ সালের আগে পরে এমন দৃষ্টান্ত আর নেই। ১২৯ বছরে মাত্র একবারই সেই ঘূর্ণিঝড়ের দেখা মিলেছিল। তারপর আবার এই ২০২১ সালের ‘জাওয়াদ’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী, এই ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। আরবি শব্দ জাওয়াদ অর্থ উদার, দয়ালও কিংবা দানশীল।

এদিকে, বাগেরহাটের শরণখোলা থেকে বিজনেসটুডে২৪ প্রতিনিধি জানান,দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে দুবলার চরের ১২ সহস্রাধিক শুঁটকি জেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। সাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া বিভাগ ২ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।