Home Second Lead ৪৪ বছর পর স্থায়ী ঠিকানা পেল শিপিং এজেন্টস এসোসিয়েশন

৪৪ বছর পর স্থায়ী ঠিকানা পেল শিপিং এজেন্টস এসোসিয়েশন

উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: প্রায় ৪৪ বছর পর স্থায়ী ঠিকানা পেল বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )। নগরীর অভিজাত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের ২০ তলা সুরম্য ভবন মক্কা-মদিনা ট্রেড সেন্টারের ৩য় তলায় ২৭০০ বর্গফুটের বিশাল অফিসে এখন সংগঠনের স্থায়ী ঠিকানা। গত ১ নভেম্বর থেকে সেখানে চলছে সংগঠনের কার্যক্রম।

আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর উদ্বোধন করেন।  এ সময় অন্যদের মধ্যে বিএসএএ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুল, ভাইস চেয়ারম্যান রিয়াজউদ্দিন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, পরিচালক শাহেদ সরওয়ার, ওসমান গণি চৌধুরী,  খায়রুল আলম সুজন, সাজ্জাদুর রহমান, মুনতাছির রুবাইয়াত, মো. জিয়াউল কাদেরসহ শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

সদস্য শিপিং এজেন্টদের দৈনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান ও শিপিং ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে গঠন করা হয় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন।