বিজনেসটুডে২৪ ডেস্ক
সেই হাইস্কুলে পড়ার সময়ে দামী আংটি হারিয়ে ফেলেছিলেন তিনি। এখন মধ্যবয়স। হাইস্কুলের দিন গুলোর পর পেরিয়ে গেছে ৪৬টা বছর। আর এতগুলো বছর পরে হারানো আংটি আবার ফিরে পেলেন মহিলা।
ঘটনাটি ঘটেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশে। ১৯৭৫ সালে হাইস্কুলে পড়াকালীন একটি আংটি হারিয়ে ফেলেছিলেন মেরি গজল বার্ডসলি। জীবনে কখনও আর সেটা খুঁজে পাওয়ার আশা করেননি তিনি। কিন্তু জীবন বিচিত্র। ২০২১ সালে এসে হারানো সেই আংটি আবার খুঁজে পেয়েছেন মেরি।
কীভাবে?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেই নাকি নিজের আংটি হাতে পেয়েছেন মেরি। জানা গেছে, ক্রিস নর্ড নামের এক ব্যক্তি তাঁকে ফেসবুকে বার্তা পাঠিয়েছিলেন। লিখেছিলেন, আমার কাছে একটা জিনিস আছে যেটা তোমার হতে পারে। তারপর আংটি দেখে একপ্রকার আঁতকে উঠেছিলেন মেরি।
সংবাদমাধ্যমে মেরি জানিয়েছেন, “আমার কাছে মেসেঞ্জারে একটা মেসেজ আসে। তাতে লেখা ছিল, ‘আমার কাছে এমন কিছু আছে যেটা তোমার হতে পারে।’ আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম স্প্যাম হতে পারে। ভয়ে ভয়ে মেসেজটা খুলেছিলাম আমি। তারপর চমকে গিয়েছিলাম।”
জানা গেছে, ফেসবুক পেজে অনেকদিন আগেই ওই আংটির ছবি পোস্ট করেছিলেন ক্রিস নর্ড। কে তার মালকিন সেই সন্ধান করছিলেন তিনি গত ২০ বছর ধরেই। এমনকি ওই হাইস্কুলের পেজ থেকেও আংটির ছবি শেয়ার করা হয়েছিল। কিন্তু মেরির চোখে তা পড়েনি।
আংটি ফিরে পাওয়ার পর হাইস্কুলের পেজে পোস্টের নীচে কমেন্ট করেছেন মেরি। জানিয়েছেন আংটি তার মালকিনের কাছে পৌঁছে গেছে। চেষ্টা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন মেরি।
গোটা ঘটনায় তাজ্জব সোশ্যাল মিডিয়া। সকলের মুখেই একটা কথা, এমনও হয়!