বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে প্রতি টন চালের দাম ৪৩০ দশমিক ৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। ভারতের পিকে এগ্রিলিংক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কেনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আকতার সভা শেষে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়াও, বুধবার সভায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলিয়ারেট এনার্জির কাছ থেকে ৩৩ দশমিক ৬০ লাখ এমবিটিইউ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতি ইউনিটের দাম নির্ধারণ হয়েছে ৬ দশমিক ৫৩ ডলার।
এ দুটিসহ ক্রয় কমিটির আজকের সভায় অনুমোদিত ছয়টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৪৯৩ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যয় করবে ৯৫৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য (এডিবি, এএফডি ও ইআইবি ঋণ) থেকে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা।