Home First Lead ৫০০ ধনীর এক সপ্তাহে ক্ষতি ৪৪,৪০০ কোটি ডলার

৫০০ ধনীর এক সপ্তাহে ক্ষতি ৪৪,৪০০ কোটি ডলার

জেফ বেজোস

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনাভাইরাসের ধাক্কায় ডো জোনস সূচক নেমেছে ১২ শতাংশ। গত সপ্তাহে বিশ্বের ৫০০ জন ধনীতম ব্যক্তির ক্ষতি হয়েছে মোট ৪৪ হাজার ৪০০ কোটি ডলার।

চিন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। তার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। এর ফলে ধনী ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি।

করোনাভাইরাসের ধাক্কায় ডো জোনস সূচক নেমেছে ১২ শতাংশ। ২০০৮ সালের মন্দার পরে আর কখনও পরপর পাঁচ দিনে ডো জোনসের সূচক কখনও এত নামেনি।

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ক্ষতি হয়েছে হাজার কোটি ডলার। চলতি বছরের শুরু থেকে গত সপ্তাহ পর্যন্ত বিশ্বের ৫০০ ধনীতম ব্যক্তি যা উপার্জন করেছিলেন, করোনাভাইরাসের জেরে এই পুরো অর্থই খোয়া গিয়েছে

এই মহূর্তে বিশ্বের তিন ধনীতম ব্যক্তি হলেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। এই তিনজনেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

বিশ্বে ধনীতমদের তালিকায় ২৫ নম্বরে আছে ইলোন মাস্কের নাম। গত এক সপ্তাহে তাঁর ক্ষতি হয়েছে ৯০০ কোটি ডলার। এখন তাঁর সম্পত্তির পরিমাণ ৩৬৩০ কোটি ডলার