পঞ্চগড় থেকে মোঃ রবিউল ইসলাম রিপন: দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সক্ষমতা বৃদ্ধি ‘শীর্ষক’ প্রকল্পের আওতায় পঞ্চগড় সরকারী টেকনিক্যাল কলেজের ৭ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সরকারী টেকনিক্যাল কলেজের আয়োজনে কলেজ চত্ত্বরে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো.মজাহারুল হক প্রধান। এসময় পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মতিন ডালি সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১১কোটি ২২লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ করা হবে। এর আগে সংসদ সদস্য, পঞ্চগড় পৌর কার্যালয় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।