Home সারাদেশ ৭ মার্চ নিয়ে আলোচনা বিরামপুরে

৭ মার্চ নিয়ে আলোচনা বিরামপুরে

বেপারিটোলা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সোবহান আলম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  বিরামপুরের বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার বেপারীটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি মোঃ আঃ ওহাব মিয়ার সভাপতিত্বে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠান আয়োজন করে।

ঐতিহাসিক ভাষণের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধে এর প্রভাব শীর্ষক আলোচনায় দিওড় ইউনিয়নের বীরমুক্তিযুদ্ধা মোঃ গোলাম মোস্তফা ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রহিম মন্ডল, প্রধান শিক্ষক মোঃ আঃ কাফি, মৌলভী মোঃ হামেদ আলী সরকার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বঙ্গবন্ধুর অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত করেন। ভাষণের পটভূমি ও বাঙালি জাতির মুক্তির আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন।

বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রহিম মন্ডল বলেন বস্তুনিষ্ঠ ঐতিহাসিক সেই ভাষণ কেবল বাঙালিকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি, সম্প্রতি তা বিশ্বের কাছে এক অনন্য দালিলিক ঐতিহ্য হিসেবে নতুনভাবে আবির্ভূত হয়েছে। ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে মর্যাদা প্রদান সব বাঙালির জন্য গর্ব ও এক বিরল সম্মান বয়ে এনেছে।

বীরমুক্তিযুদ্ধা মোঃ গোলাম মোস্তফা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ছিল মুক্তিকামী বাঙালির জন্য দিকনির্দেশনা। যুগান্তকারী এই ভাষণ মুক্তিযুদ্ধকালে সবার জন্য অনুপ্রেরণা ও শক্তি হিসেবে কাজ করেছে।